তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘আমার সংস্কৃতি আমার অহংকার’’ এই প্রতিপাদ্যে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শুদ্ধ জাতীয় সংগীত ও পঞ্চ কবির গান নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা বিভিন্ন স্কুলের সত্তর জন শিক্ষার্থীদের অংশগহনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগীত প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও একাডেমির সভাপতি মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমা, দুর্গাপুর মহিলা কলেজ‘র সংগীত বিভাগের প্রভাষক তোবারক হোসেন খোকন, একাডেমির শিক্ষক বীরেশ্বর চক্রবর্ত্তী, বকুল ঘোষ, তন্ধী চক্রবর্ত্তী প্রমুখ।
ইউএনও রাজীব বলেন, বহু ত্যাগ-তিতীক্ষা ও জীবন দানের মধ্যদিয়ে ১৯৭১ সালে আমাদের জাতীয় সংগীত পেয়েছি। জাতীয় সংগীত শুদ্ধভাবে পরিবেশন এবং বক্ষে ধারণ করলে দেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ জাগ্রত হবে। বাংলা সংস্কৃতি তথা মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বর্তমান সরকার প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি স্থাপন করেছেন। সংস্কৃতি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে উপস্থিত শিক্ষকদের আহবান জানানো হয়।
কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫