আহত নেতা আবুল হাসনাত আজাদের (৪৫) ছোট ভাই মহসীন আজাদ বলেন, আমার বড় ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। এখনো অচেতন অবস্থায় আছেন। তার ঘাড়ে ও ফুসফুসে ছুরির আঘাতে জীবন সংকটাপন্ন অবস্থায়। এছাড়াও একই ভাবে রিকশা চালক আঘাত প্রাপ্ত হয়েছে তাই তার জীবনও সংকটাপন্ন অবস্থায় আছে।
প্রতক্ষ্যদর্শী নাইট গার্ড সবুর উদ্দিন জানান, তিনি রাতে ডিউটি করছিলেন। এ সময় দেখেন হাসনাত রিকশা করে বাড়ির দিকে যাচ্ছিলো। এসময় তার রিকশা ত্রীমোড় এলাকায় পৌঁছালে দুইজন যুবক তাদের রিকশার গতিরোধ করে। রিকশা থেকে হাসনাত নামলে এক যুবক চাকু দিয়ে উপর্যপরি ছুরিকাঘাত করে দুই ঘাড়ে, পেটের বা পাশে ও পিঠেসহ প্রায় ছয় জায়গায় আঘাত করে। চাকু হাতে যুবককে আটকাতে গিয়ে রিকশাচালক মনির হোসেনও ছুরিকাঘাত পেয়েছ৷ তাদের চিৎকারে আশেপাশের লোকজন আসলে পরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসনাত ও রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি৷ আশেপাশের সিসিটিভির ফুটেজ উদ্ধার করছি৷ অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগীরা হাসপাতালে রয়েছে। তাদের সাথে কথা বলে আইনাননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউএনবি/অনিমা/২৬.০৬.২০২২খ্রিস্টাব্দ/দুপুর ১.৫৪