জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “সংগ্রাম,উন্নয়ন ও অর্জনের গৌরবদীপ্ত পথচলার বাংলাদেশ আওয়ামী লীগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং “দুর্যোগ দুর্বিপাকে, আওয়ামী লীগ সর্বদা গণমানুষের পাশে” এই স্লোগানে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম((১৯৪৯ -২০২২)প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার(২৩জুন ২০২২ইং ) সকালের দিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শাপলা চত্বর ঘুরে টাউন হল প্রাঙ্গনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে শেষ হয়।পরে জেলা আওয়ামীলীগ’র কার্যালয়ের অডিটোরিয়ামে কেক কাটার পরে আলোচন সভা ও কোরআন খানী মিলাদ দোয়া মাহফিল, অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মেঃ নুরুল আজম’র সঞ্চালনায় বক্তারা বলেন,আজ ঐতিহাসিক ২৩ জুন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি এবার পা রাখছে ৭৪ বছরে।বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলনের নামই বাংলাদেশ আওয়ামী লীগ।দলের নেতাকর্মীদের মেধা, পরিশ্রম, ত্যাগ ও দক্ষতায় আওয়ামী লীগ আরও গতিশীল হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।ভবিষ্যতে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতার স্বপ্নের সুখী-সমৃদ্ধ, উন্নত ও আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। প্রতিষ্ঠার পর থেকে এ ভূখণ্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সব উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ।
বক্তারা আরও বলেন,দীর্ঘ এই পথচলায় অধিকাংশ সময় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা।যার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আওয়ামী লীগ সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড়িয়েছে এবং জনমানুষের আবেগ ও অনুভূতির বিশ্বস্ত ঠিকানা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা,সহ-সভাপতি কংজরী চৌধুরী,সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা,সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা,জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার,জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫