সাজিদুল হক ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যা পরিস্থিতিকে পুঁজি করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে রফিকুল হক নামের এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সদরের পূর্ব বাজারের হাজ্বী ট্রেডার্সের ব্যবসায়ী রফিকুল হক প্রতিটি সিলিন্ডার ১৫০ থেকে ২০০ টাকা বেশি দরে বিক্রি করছিলেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এমন খবর পেয়ে ওই দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় রফিকুল হককে ৪০ টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী রফিকুল হক দাবি করেন, দোকানের কর্মচারীরা বেশি দামে সিলিন্ডার বিক্রি করছিল। তিনি দোকানের বাইরে থাকায় বিষয়টি জানতেন না।
কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮