ডেস্ক নিউজ : ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় পার্টির সদস্য সংগ্রহ অভিযান-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।উপজেলার তারাটি ইউনিয়ন জাতীয় পার্টি’র কার্যালয়ে বৃহস্পতিবার দিনব্যাপী এ সদস্য সংগ্রহ কার্যক্রম চলে। তারাটি ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মুক্তি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সম্মানিত দফতর সম্পাদক ওয়াহেদুজ্জামান আরজু, মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরউদ্দিন আহমাদ খান সুলতান, শহর জাতীয় পার্টির সভাপতি ও পৌর কাউন্সিলর মির্জা আবুল কালাম, শরিফুল ইসলাম বিপ্লব, ময়মনসিংহ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সম্মানিত আহ্বায়ক প্রিন্স দুলাল প্রমূখ।
এছাড়াও সদস্য সংগ্রহ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক তৌকির আহমেদ সোবহান, শামসুল আলম শওকত, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, মো. মোফাজ্জল হোসেন মুকুল, ময়মনসিংহ জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম-সাধারণ সম্পাদক আহম্মেদ কবির ও মুক্তাগাছা উপজেলা’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০৫