কুমিল্লায় হত্যাসহ ১৫ মামলার আসামি জুয়েল মিয়া র্যাবের হাতে গ্রেফতার
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ১২ জুন, ২০২২
১৫৩
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কুমিল্লার কান্দিরপাড় এলাকা থেকে হত্যাসহ ১৫ মামলার আসামি জুয়েল মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের মৃত আবুল বাসারের ছেলে। রোববার (১২ জুন) র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এসময় ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। তার নামে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় হত্যা-মাদকসহ বিভিন্ন অপরাধে ১৫ মামলা রয়েছে। এর মধ্যে পাঁচ মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।