আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের ২০২১-২২ অর্থবছরের আওতায় রোভিং সেমিনার সম্প্রতি শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক(উদ্যান) একেএম মফিদুল ইসলাম।
শেরপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল হান্নানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইলিয়াছ উদ্দিন মিন্টু, শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি এমএ মালেক,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ। সেমিনারে জানানে হয়, বামিছ পোর্টাল এ্যপ্সের মাধ্যমে কৃষকরা আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস ও কৃষকদের করণীয় সম্পর্কে জানতে পারবেন। সেমিনারে শেরপুর উপজেলার ১০ টি ইউনিয়নের বাছাইকৃত কৃষকরা অংশগ্রহণ করেন।
কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৬