স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে এসেছে অস্ট্রেলিয়া। প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে দুদল। গতকাল প্রথম ম্যাচে ১০ উইকেটে জয়ের পর আজও সুবিধাজনক অবস্থানে রয়েছে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ১২৫ রান করলেই এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিবে অজিরা।
আজ টসে হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান তুলতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেছেন তিনে নামা চারিথ আসালাঙ্কা। কুসল মেন্ডিসের ব্যাট থেকে এসেছে ৩৬ রান। অধিনায়ক দাসুন শানাকা করেছেন ১৪ রান।
ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না অজি পেসার মিচেল স্টার্ক। তাঁর জায়গায় দলে এসে দুর্দান্ত বোলিং করেছে জাই রিচার্ডসন। ৪ ওভারে ২৬ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট। তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার কেন রিচার্ডসন। ৩০ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলের শিকার দুই উইকেট।
একনজরে দুই দলের আজকের একাদশ শ্রীলঙ্কা : পাথুম নিশাঙ্কা, দানুষ্কা গুনাথিলাকা, চারিথ আসালাঙ্কা, কুশল মেন্ডিস, ভানুকা রাজাপাক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, মহেশ থিকশানা ও নুয়ান থুশারা। অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাশটন আগার, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও জশ হ্যাজেলউড।
কিউএনবি/আয়শা/০৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৫