শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

ভোর থেকে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বৃদ্ধি পাচ্ছে। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত তারা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। গণসংযোগ, উঠান বৈঠক, পথসভাসহ নানাভাবে তাদের প্রচার কার্যক্রম চলছে। ভোটারদের সামনে প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে প্রার্থীরা নানা অনিয়ম তুলে ধরছেন। বক্তব্য ও পালটা বক্তব্যের মাধ্যমে তারা পরস্পরকে আক্রমণও করছেন। বৃহস্পতিবার দিনভর প্রচারাভিযানে হেভিওয়েট তিন মেয়র প্রার্থী উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দেন।

সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর নানা অনিয়মের দিক তুলে ধরে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত পরিচ্ছন্ন, দালাল ও হয়রানিমুক্ত নাগরিক সেবা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন। সকালে নগরীর কান্দিরপাড়, নিউ মার্কেট এবং বাদুড়তলা এলাকায় গণসংযোগকালে নৌকার প্রার্থী রিফাত নানা প্রতিশ্রুতি দেন। আর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য স্বতন্ত্র মেয়র প্রার্থী সাক্কু ভোটারদের কাছে আরেকবার সুযোগ চাইছেন। দুপুরে রাজগঞ্জ ও চকবাজার, বিকালে দক্ষিণ সিটি এলাকায় তিনি গণসংযোগ করেন। অপর স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ভোটারদের নিজের দিকে আনার চেষ্টা করছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ২৫নং ওয়ার্ডের চৌয়ারা বাজার, হরিপুর, রাজেশপুর এলাকায় এবং বিকালে ঝাউতলা ও কান্দিপাড় এলাকায় তিনি গণসংযোগ করেন।

এদিকে বুধবার বিকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর (টেবিল ঘড়ি) প্রচারকর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কাছে সাক্কু লিখিত অভিযোগ করেন। বলা হয়, নগরীর ঝাউতলা এলাকায় এক প্রচারকর্মীকে একই এলাকার বখাটে প্রিতম মারধর করেছে। টেবিল ঘড়ির প্রচার কার্যক্রমে বাধাও দেওয়া হয়েছে। হয়রানিমুক্ত নাগরিক সেবার প্রতিশ্রুতি রিফাতের : নগরীর কান্দিরপাড় ও নিউমার্কেট এলাকায় পথসভায় নৌকার প্রার্থী রিফাত বলেন, আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে গণমানুষের কার্যালয়ে রূপান্তর করব, সেখানে মানুষ তাদের মনের কথা প্রাণ খুলে বলতে পারবে, দুর্নীতি কখনো আমাকে স্পর্শ করতে পারবে না। আপনারা আমাকে বিজয়ী করলে আমি আপনাদের সব সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব। তিনি আরও বলেন, নির্বাচিত হলে দুর্নীতি, দালাল ও হয়রানিমুক্ত নগরভবন গড়ে তুলব। আমি কথা দিচ্ছি-নগরভবনকে আমি কখনো দলীয় কার্যালয় হতে দেব না।

অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ চাই : সকালে দক্ষিণ সিটি এলাকার ২৭নং ওয়ার্ডের চৌয়ারা বাজার হাইস্কুলের সামনে থেকে টেবিল ঘড়ির প্রার্থী সাক্কু গণসংযোগ শুরু করেন। দুপুরে একই ওয়ার্ডের ধনাইতরী জামতলা প্রাঙ্গণে উঠান বৈঠকে তিনি বলেন, নগরবাসী ভালো করেই জানেন কাকে ভোট দিলে তারা শান্তিতে থাকতে পারবেন। আমাকে কুমিল্লাবাসী শান্তিপ্রিয় মানুষ হিসাবেই চেনে, আমার কাছে সব শ্রেণি-পেশার মানুষ অবাধে আসতে পারেন। আমার কাছে আসতে কোনো দালাল ধরতে হয় না। সাক্কু বলেন, অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ভোটারদের কাছে আরেকবার সুযোগ চাই। তিনি বলেন, আমি কথা দিচ্ছি আগামী মেয়াদে নগরের সব মৌলিক সমস্যার সমাধান করে কুমিল্লাকে আধুনিক সিটিতে রূপান্তর করব।

ভোটারদের নিজের দিকে আনার চেষ্টা : ২৫নং ওয়ার্ডের রাজেশপুর এলাকায় গণসংযোগকালে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, সরকারের কর্মকাণ্ডে নাখোশ ভোটাররা এবার পরিবর্তনের পক্ষেই রায় দেবেন। গত দুই মেয়াদে সাক্কু ক্ষমতাসীন দলের সঙ্গে আঁতাত করে নগরভবন পরিচালনা করেছেন। এতে তার প্রতিও নগরবাসী নাখোশ। সরকারের নানা ব্যর্থতার দিক তুলে ধরে তিনি সরকারবিরোধী ভোটারদের নিজের দিকে আনার চেষ্টা করেন। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিনদিন মানুষ অসহায় হয়ে পড়ছে।

সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করায় তীব্র নিন্দা জানিয়ে কায়সার আরও বলেন, আমার জানামতে তিনি (মনিরুল) এমন কোনো কথা বলেননি, যার ফলে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে। এটি নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে।

কুসিক নির্বাচন মনিটরিংয়ে আ.লীগের টিম যাচ্ছে আজ : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন মনিটরিংয়ের জন্য আজ শুক্রবার কুমিল্লা যাচ্ছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্য এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর এ তথ্য নিশ্চিত করেন। এ ছাড়াও এই প্রতিনিধি দলে আছেন কৃষিবিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এদিকে জানা গেছে, চট্টগ্রাম বিভাগে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ মাহবুবউল আলম হানিফ ৬ জুন কুমিল্লা যাবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit