বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. ইরফান উদ্দিন আহমেদ উপজেলার বিভিন্ন উম্মুক্ত জলাশয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাল উদ্ধার করেন।
এ সময় কারেন্ট জালের পাশাপাশি ৩০ টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। দুপুরে উপজেলা পরিষদের সামনে জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়। অভিযান চলাকালে উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামানসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮