বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী একমাত্র বিদ্যাপীঠ হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২০২২ইং সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা,আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী চৌধুরী, এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডাক্তার খুরশিদ আলম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া প্রমুখ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর উপস্থিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদায়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়, পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে। উল্লেখ থাকে যে এ বছর হিরাপুর শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ১৫৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে।
কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৯