সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের সার্কিট হাউজ থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক, খালিদ মেহেদী হাসান পিএএ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মিল্টন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার কে,এম, মামুন চিশতী, সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোঃ রায়হানুজ্জামান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সমাজসেবার উপপরিচালক নূর মোহাম্মাদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা তামাকজাত দ্রব্যের সুফল ও কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কিউএনবি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৯