ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত আট বছরের শিশু আরিফ এনায়েতপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এ বিষয়ে খুকনী ইউনিয়ন পরিষদের গোপিনাথপুর গ্রামের ওয়ার্ড মেম্বর মাজেম আলী ব্যাপারী জানান, আরিফ রোববার বিকেলে কাউকে না জানিয়ে টিনের ঘরের চালায় উঠেছিলো লিচু পাড়ার জন্য। এমন সময় পাশে থাকা বিদ্যুতের খুটির মূল সঞ্চালন লাইনের সঙ্গে জড়িয়ে যায় সে। এর বেশকিছুক্ষণ পর জানাজানি হলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা আরিফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকা জুড়ে সকলের মাঝে শোক বিরাজ করছে।
কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫