ডেসক্ নিউজ : ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখা ৭ হাজার পিস ইয়াবা ও ৩৪ বোতল বিদেশি মদসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। আটককৃতদের মাঝে ৪ জন রোহিঙ্গা। কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিনের নেতৃত্বে একটি টিম গতকাল শুক্রবার ২০ মে) রাতে নগরীর চরকালীবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মামলা দায়ের করেছেন।
কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৯