শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সরকারী সিন্ডিকেটের মাধ্যমে ভোজ্যতেল সহ নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় টুকেরবাজারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অদ্য ১৬ মে বিকাল পাঁচ ঘটিকার সময় অনুুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সিএনজি স্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল লতিফ লালা মেম্বারের সভাপতিত্বে ও সেক্রেটারী নাজির উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান। বিশেষ অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সভাপতি শাহার আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন মোঃ জইন উদ্দিন, শ্রমিক নেতা হেলাল উদ্দিন, মোগলগাও ইউনিয়ন আমীর মাওলানা আলাউদ্দিন, খাদিম নগর ইউনিয়ন আমীর সিদ্দিকুর রহমান, জালালাবাদ ইউনিয়ন আমীর মাওলানা ইসকান্দার আলী, জামায়াত নেতা আব্দুস সামাদ, সিদ্দিকুর রহমান আযাদ, আহমদ মাসুম, এনাম আহমদ, বেলাল আহমদ, দেলোয়ার হোসাইন, সমর আলী, ছাত্রশিবির নেতা নজরুল ইসলাম, মুহিবুর রহমান প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৩