ডেস্ক নিউজ : মেহেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদের জন্য ১১ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডি কেন্দ্রীয় অফিসে মনোনয়নপত্র জমা দেন তারা।মনোনয়ন প্রত্যাশীরা হলেন-মেহেরপর মহিলা যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহধর্মিণী সৈয়দা মোনালিসা ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন, বর্তমান পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল ও মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমতিয়াজ বিন হারুন জুয়েল।
মেহেরপুর আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীনের সহধর্মিণী ও জেলা মহিলা লীগের সভাপতি তহমিনা খাতুন ও পুত্র তানভীর আহমেদ রানা, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা যুবলীগের সদস্য সোয়েব রহমান, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান রুপক ও মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নাম আহ্বান করলে মেহেরপুর জেলার এসব নেতাকর্মী বুধবার সন্ধ্যা পর্যন্ত ফরম সংগ্রহ করেন। পরে সেগুলো বৃহস্পতিবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জমা দেন। আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী ১৫ মে মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:২৪