স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের পরেও বার্সেলোনা থেকে ধারে খেলতে আসা ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপ কুতিনহোকে ক্লাবে রেখে দেওয়ার ব্যাপারে আশাবাদী প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার কোচ স্টিভেন জেরার্ড। বর্তমানে ধারে বার্সেলোনা থেকে অ্যাস্টন ভিলায় খেলছেন কুতিনহো। বার্সেলোনার সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৩ সালেই শেষ হয়ে যাচ্ছে। নতুন খেলোয়াড় দলভুক্ত করার প্রয়াসে বার্সেলোনা ইতোমধ্যেই দলকে ঢেলে সাজানোর লক্ষ্য স্থির করেছে।
তাই ইঙ্গিত রয়েছে কুতিনহোর সঙ্গে হয়তো তার চুক্তি বৃদ্ধি করবে না বার্সেলোনা। এ সম্পর্কে জেরার্ড এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নিশ্চিতভাবেই আমরা কুতিনহোকে দলে ধরে রাখতে চাই। গত ১৫ দিনে আমরা পাঁচটি ম্যাচ খেলেছি। সে কারণেই আমি নিশ্চিত কুতিনহো এই ম্যাচগুলোতে খেলা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। একটি ক্লাব হিসেবে আমরা শীর্ষ লিগে টিকে থাকার জন্য সম্ভাব্য সেরাটাই ক্লাবের জন্য করার চেষ্টা করব। কুতিনহো এখানে এসে অনেক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। একজন খেলোয়াড়ের জন্য এর থেকে স্বস্তির আর কিছু হতে পারে না। ‘
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনা থেকে অ্যাস্টন ভিলায় এসে ব্রাজিলিয়ান এই উইঙ্গার তার সেরা ফর্ম ফিরে পেয়েছেন। এ পর্যন্ত অ্যাস্টন ভিলার হয়ে খেলেছেন ১৫টি ম্যাচ, এর মধ্যে রয়েছে ৪টি গোল ও ৩টি অ্যাসিস্ট। বার্সেলোনায় তিনি এবারের মৌসুমে মাত্র ১৬টি ম্যাচ খেলে দুটি গোল করেছিলেন। বার্সেলোনা আশা করছে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তারা কুতিনহোকে বিক্রি করে দেবে। এ নিয়ে অ্যাস্টন ভিলার সঙ্গে তাদের আলোচনার গুঞ্জনও রয়েছে। ২০১৮ সালে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন কুতিনহো। কিন্তু কাতালান জার্সি গায়ে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি।
কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:১৪