আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সকলের সম্মতিক্রমে অবশেষে অবরুদ্ধ মারিউপোল থেকে বের হয়ে আসছে সাধারণ মানুষ। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষদের সরিয়ে নেওয়ার কাজটি এখন চলছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, রেড ক্রিসেন্টের সহায়তায় মারিউপোল থেকে নিরাপদে বের হওয়ার কাজটি চলমান। জাতিসংঘ, রাশিয়া ও ইউক্রেনের সমন্বয়ে এটি করা হচ্ছে।
মুখপাত্র আরও জানান, বেসামরিক লোকদের উদ্ধার করার কাজটি শুরু হয় ২৯ এপ্রিল। এ সময় উদ্ধারকারী বহর মারিউপোলের উদ্দেশে রওনা দেয়। এরপর ২৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা ৩০ এপ্রিল শনিবার আজভস্টালে কাছে পৌঁছায়। তবে এর বেশি বিস্তারিত আর কোনো কিছু জানানো যাবে না বলে জানিয়েছে রেডক্রস। কারণ এতে করে উদ্ধারকারী দলও বেসামরিক লোকদের উদ্ধার করার বিষয়টি বাধাগ্রস্ত হতে পারে বা ঝামেলা সৃষ্টি হতে পারে।
তারা জানিয়েছে, সুযোগ তৈরি হলে তখন তথ্য দেওয়া হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিও বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার এক টুইটে জানিয়েছেন, আজভস্টাল থেকে ১০০ বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী আজভস্টালে ১ হাজার মানুষ ও ৫০০ আহত সেনা রয়েছে। তাদের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। দ্রুত তাদের আজভস্টালের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে যেতে হবে।
সূত্র: বিবিসি
কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ৯:৩৩