ডেস্ক নিউজ : “উৎসবের রঙে হোক রঙিন শিশুদের ঈদ” এই স্লোগানে মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাঁচ টাকায় ঈদ বাজারসহ মেহেদি উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মেহেরপুর ভাবনা। +শনিবার সকাল ১১টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের ৫ টাকার বিনিময়ে জামা, প্যান্ট, সেন্ডেল, সাবান, টুপি, চকলেট ও মেয়েদের প্রসাধনী সামগ্রী প্রদান করে। এসময় শিশুদের হাতে মেহেদী লাগিয়ে দিয়েছে মেহেরপুর ভাবনা সেচ্ছাসেবি সংগঠনের নারী সদস্যরা।
সেচ্ছাসেবি সংগঠন মেহেরপুর ভাবনার সভাপতি মো. তানভীর আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এহাসান মজিদ মুস্তফা, ষোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল হক, ময়ামারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওহিদুল ইসলাম প্রমুখ।
কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪