সিলেট প্রতিনিধি : সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী, পথচারী গরীব, অসহায়দের মধ্যে ঈদ উপহার শাড়ী-লুঙ্গি বিতরণ অনুষ্ঠান গতকাল ২৯ এপ্রিল শুক্রবার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে এলাকায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী গরীবদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেন।সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফিজ ময়নুল ইসলাম আশরাফী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরানগাঁও মাঝপাড়া সুবজ সংঘের সভাপতি মোঃ আফজাল হোসাইন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম রায়হান হোসেন, মাওলানা ফরিদ উদ্দিন, ক্বারী আবু বক্কর, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা সাঈদুর রহমান। সালামান ফারসি প্রমুখ।ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ ময়নুল ইসলাম আশরাফী বলেন, দরিদ্রদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। গরিব, ধনী সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমার এই ক্ষুদ্র উদ্যোগ। আগামীতেও ইনশাআল্লাহ এই কার্যক্রম অব্যাহত থাকবে।