
ডেস্কনিউজঃ ইউক্রেনের মারিউপোল শহরে কার্যালয় খুলেছে রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টি। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মারিউপোল কাউন্সিল। শুক্রবার (২৫ মার্চ) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক টেলিগ্রাম পোস্টে কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, মারিউপোলের মেট্রো শপিং সেন্টারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দলের অফিস অবস্থিত।
পোস্টে আরও বলা হয়েছে, মারিউপোলে অবস্থানরত অবশিষ্ট বাসিন্দাদের মতে এই অফিস পার্টির সংবাদপত্র বিতরণ করে। সেইসঙ্গে রাশিয়ার জন্য আন্দোলন করে এবং ফিনিক্স মোবাইল অপারেটরের কার্ডও জারি করে। এই অফিস ২০১৪ সাল থেকে অধিকৃত দোনেতস্ক অঞ্চল থেকে কাজ করে আসছে।
তবে আল জাজিরার পক্ষ থেকে সিটি কাউন্সিলের এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
কিউএনবি/বিপুল/ ২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ১০:২৪