
ডেস্ক নিউজ : টানা দ্বিতীয়বারের মত কেনিয়াকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা জিতেছে বাংলাদেশ। গোটা টুর্নামেন্টেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে শিরোপা ধরে রাখল তুহিন-আরদুজ্জামানরা। আজ ফাইনালে রোমাঞ্চ ছড়িয়েছে দুই দল। কখনো বাংলাদেশ আবার কখনো এগিয়ে যায় কেনিয়া। তবে শেষ পর্যন্ত কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টে হারায় বাংলাদেশ।
লক্ষ্য পূরণ করতে পেরে খুশি বাংলাদেশ কোচ সাজু রাম গয়াত। ম্যাচ শেষে তিনি বলেন,’ছেলেরা আজ টুর্নামেন্টের সেরাটা খেলেছে। আমার পরিকল্পনা শতভাগ তারা বাস্তবায়ন করেছে। আমি বলেছিলাম, বেশি আক্রমণাত্মক খেলার দরকার নেই। রক্ষণে বেশি মনোযোগ দাও। সেটাই তারা করেছে। টুর্নামেন্টে আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়নশিপ জয়ের সেটা আমরা করতে পেরেছি। মর্যাদার বঙ্গবন্ধু কাপটা আমরা ঘরে রেখে দিতে পেরেছি। সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি, তরুণরাও এবার মন জয় করা পারফরম্যান্স উপহার দিয়েছে। বঙ্গবন্ধু কাপ মিশন শেষ হয়েছে। এবার আমাদের লক্ষ্য এশিয়ান গেমস। ‘
কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৫