মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

‘তিনদিন টিকে থাকার মতো খাবার ও গোলাবারুদ আছে রুশ সেনাদের’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে অবস্থানরত রুশ সেনাদের কাছে আর মাত্র তিনদিনের খাবার ও গোলাবারুদ অবশিষ্ট আছে। মঙ্গলবার এমন দাবি করা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার তারা জানায়, ইউক্রেনে টিকে থাকার মতো আর মাত্র তিন দিনের খাবার ও গোলাবারুদ আছে রুশ সেনাদের কাছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগের মতোই ফুয়েল বা জ্বালানির সমস্যায় আছে রুশ সেনারা। তারা গাড়িতে করে তেলের ট্যাংকার নিয়ে এসে এ সমস্যার সমাধানের চেষ্টা চালায়। কিন্তু রাশিয়ার ট্যাংকার গুলো দুর্বল হওয়ায় সেনাদের কাছে জ্বালানি পৌঁছাতে পারেনি। বেশ কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, রাশিয়া খুব সম্ভবত ইউক্রেনে প্রচুর পরিমাণ সৈন্য ও সামরিক সরঞ্জাম হারিয়েছে।

এরকম চলতে থাকলে ইতিহাসে পাতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে জায়গা করে নিতে পারে। এদিকে সম্মুখ যুদ্ধে ইউক্রেনের সঙ্গে টক্কর দিতে ব্যর্থ হওয়ার পর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। তাদের এসব হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: ফোর্বস, বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬::১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit