মিজানুর রহমান মিন্টু ,জয়পুরহাট প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নি¤œ আয়ের মানুষের নিকট ভূর্তুকি মূল্যে জয়পুরহাটের ৫টি উপজেলায় ৫৯ হাজার ৪৬৮ জনের মাঝে কার্ডের মাধ্যমে টিসিবি’র নিত্যপ্রয়েজনীয় পন্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।রবিবার সকালে জয়পুরহাট পৌর এলাকার বুলুপাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু ও পৌর কাউন্সিলর ওলিউজ্জামান বাপ্পি উপস্থিত ছিলেন।জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিজনের মাঝে ১১০ টাকা কেজি দরে ২লিটার সয়াবিন, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে।
কিউএনবি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/দুপুর ১২:৪৭