মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পশ্চিম জয়পুরহাট শহর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে দেয়ালিকা মোড়ক উন্মোচন ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল দেয়ালিকা মোড়ক উন্মোচন ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন।
এ মেলায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্ষুদে বিজ্ঞানী ছাত্র-ছাত্রীরা ৩টি স্টলের মাধ্যমে তাদের আবিস্কার প্রদর্শন করে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্টলগুলোতে এসব ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রদর্শনী দেখতে মেলায় ভীড় জমান।
পরে উদ্বোধনী সভায় বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা বেগম নিহায়-ই-জান্নাত এর সভাপতিত্বে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল কবির, সদর ইউ.আর.সি ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম ও সহকারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তারিখ হোসেন বক্তব্য রাখেন।
কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৩