
আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, ইসরাইলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার বৈধ অধিকার তেহরানের রয়েছে। সিরিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দুই উপদেষ্টা ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার পর একথা বললেন ইরানি রাষ্ট্রদূত। খবর তাসনিম নিউজের।
তিনি বলেন, জাতিসংঘের ৫১তম অনুচ্ছেদ অনুসারে ইসরাইলের এ ধরনের অপরাধমূলক তৎপরতার জবাব দেওয়ার বৈধ অধিকার রাখে ইরান। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে মাজিদ তাখতে রাভাঞ্চি এসব কথা বলেছেন। চিঠিতে আরও বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের যেকোনো পরিণতির জন্য সম্পূর্ণভাবে ইসরাইল দায়ী থাকবে এবং এ ধরনের হঠকারিতার পুনরাবৃত্তির ব্যাপারে তেহরান বিশেষভাবে সতর্ক করছে।
ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে আইআরজিসির দুই কর্মকর্তা কর্নেল এহসান কারবালায়িপুর ও কর্নেল মোর্তেজা সাঈদ নেজহাদ নিহত হন। এ ঘটনার একদিন পর আইআরজিসি ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইলকে এজন্য মূল্য দিতে হবে তাতে কোনো সন্দেহ নেই।
কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪