
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেন রাসায়নিক অথবা জৈবিক অস্ত্র বানাচ্ছে, এমন অভিযোগ তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি হুশিয়ার করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে রাসায়নিক হামলা করে তবে দেশটি ভয়াবহ নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। খবর বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের মাটিতে কোনো রাসায়নিক অথবা গণবিধ্বংসী অস্ত্র তৈরি হবে না। এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যে কোনো সময় ইউক্রেন আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন জেলেনস্কির ডেপুটি জোভকভা। তবে এই আলোচনার আগে সংলাপের ধরন কী হবে তা নিয়ে কাজ করতে হবে। জোভকভা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যে কোনো সময় সরাসরি আলোচনায় রাজি আছেন। তবে আলোচনায় রাশিয়ার এখন যে অবস্থান তা নিয়ে তিনি কোনো আপস করবেন না। এর আগে বৃহস্পতিবার তুরস্কে বৈঠক হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের। এই আলোচনা ফলপ্রসূ হয়নি। ইউক্রেন এই আলোচনা নিয়ে আশাব্যঞ্জক কোনো কথা বলেনি।
কিউএনবি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫