
স্পোর্টস ডেস্ক : টানা চার ম্যাচ জিতে বার্সেলোনার মেসি যুগকে স্মরণ করিয়ে দিয়েছিলেন দলের নতুন কোচ জাভি হার্নান্দেজ। কিন্তু এর মাঝেই ফের হোঁচট খেলো কাতালান ক্লাবটি। বৃহস্পতিবার রাতে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের বিপক্ষে জিততে পারেনি বার্সেলোনা। বার্সার ঘরের মাঠে নায়ক হিসেবে আবির্ভাব ঘটল গ্যালাতাসারাইয়ের গোলরক্ষক ইনাকি পেনা।
উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটিতে এই পেনার কারণে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। পেনার এই দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্যে লুকিয়ে আছে যে তথ্য – তিনি মূলত বার্সেলোনারই সাবেক গোলরক্ষক। ক্যাম্প ন্যুয়ে বার্সার খেলার ধরন, শক্তিমত্তা, গতিবিধি সবই তার জানা। গোলবারটি বেশ পরিচিত তার। যে কারণে পেনা একাই রুখে দিতে পেরেছে কাতালানদের। পুরো ম্যাচে গোলপোস্ট বরাবর ১৬টি শট নিয়েছে বার্সেলোনা। একবারের জন্যও পেনাকে পরাস্ত করতে পারেননি তারা।
ম্যাচের ২৬ মিনিটের সময় ফ্রি কিকে দারুণ শট নিয়েছিলেন মেমফিস, যা নিশ্চিত গোল হতে পারত। কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে জাল অক্ষত রাখেন পেনা। বিরতির আগে বাম পাশ থেকে নেওয়া মেমফিসের শট বামে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন এ তরুণ গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে নেমেও বার্সার একের পর এক শটকে রুখে দেন পেনা। মেমফিসের ক্রস থেকে দারুণ জায়গায় দাঁড়িয়ে হেড করেছিলেন সার্জিও বুসকেটস। তবে সেটি এক হাতে কোনোমতে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন পেনা। পরে ফ্রেংকি ডি ইয়ংয়ের শটও দারুণ নৈপুণ্য দেখিয়ে ফেরান তিনি।
পেনা বারবার হতাশ করেছেন বার্সা সমর্থকদের। অবশ্য গোলবারও হতাশ করেছে একবার। ম্যাচের ৭৫ মিনিটে পিয়েরে এমেরিক আউবেমেয়াংয়ের ওভার হেড কিকে পাওয়া বলে খুব কাছ থেকে শট নেন ডি ইয়ং। কিন্তু বল পোস্টে লেগে ফিরে আসে। ভাগ্য সহায় হয়েছে বার্সেলোনারও।শেষ দিকে বার্সার জালে বল জড়ান গ্যালাতাসারাইয়ের বদলি খেলোয়াড় বাফেতিমবে গমিস। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। রেফারির শেষ বাঁশিতে গোলশূন্যাবস্থায় ম্যাচ শেষ হয়। আগামী ১৭ মার্চ ফল নির্ধারণী দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দল দুটি।
ম্যাচ হাইলাইটস দেখুন –
কিউএনবি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৪