
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার প্রভাবে পশ্চিমাদেরই বেশি ক্ষতি হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে পশ্চিমা বিশ্বে খাদ্য ও জ্বালানির দাম বাড়বে। বিপরীতে, মস্কো এসব সমস্যার সমাধান করবে এবং আরও শক্তিশালী হয়ে উঠবে বলে জানান এই নেতা। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ মার্চ) অনুষ্ঠিত রুশ সরকারের বৈঠক টেলিভিশনে প্রচারিত হয়েছে। সেখানে ভ্লাদিমির পুতিন বলেন, ‘ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান করার বিকল্প ছিল না। রাশিয়া এমন দেশ নয় যে, স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভের জন্য নিজেদের সার্বভৌমত্বের সঙ্গে আপস করবে।’
কিউএনবি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৯