
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া লড়াইয়ে এরই মধ্যে দুই সপ্তাহ অতিক্রম হয়ে গেছে। এখনো যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন। অসংখ্য রাশিয়ান সেনাও মারা যাচ্ছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, গত দুই সপ্তাহে রুশ সেনা নিহতের সংখ্যা ৫-৬ হাজার হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা বলেন, ইউক্রেন যুদ্ধে গত দুই সপ্তাহে ৫-৬ হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫-১৮ হাজার সেনা। ধারণা করা হচ্ছে, আহতের সংখ্যা নিহত থেকেও তিনগুণ।
কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮