
স্পোর্টস ডেস্ক : রহস্যে ঘেরা সাকিব আল হাসান। সাউথ আফ্রিকা সিরিজে খেলা না খেলা নিয়ে বেশ নাটকীয়তার পর পেয়েছেন ৫২ দিনের ছুটি। বিসিবি সাকিব আল হাসানকে ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে ছুটি দিয়েছে। এর মাঝেই ব্যক্তিগত কাজে দুবাই গিয়েছিলেন সাকিব। আজ বৃহস্পতিবার রাতে সাকিব আল হাসানের দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সাকিবের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
গেল রোববার রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন সাকিব। জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণেই মরুর দেশে তার এই সফর। দেশ ছাড়ার আগে বিস্ফোরক মন্তব্যে ক্রিকেটপাড়া গরম করে গিয়েছিলেন মিস্টার সেভেন্টি ফাইভ। বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরের দুই ফরম্যাটে তাকে দলে রাখা হলেও এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার মানসিক অবস্থায় তিনি নেই।
নানা আলোচনা-সমালোচনা পর বিসিবি সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকেই বিশ্রামে পাঠায়। আগামী সিরিজগুলোতে খেলবেন কি খেলবেন না, সে নিয়ে দেশে ফিরেই সাকিবের বিবিসির সাথে আলোচনায় বসার কথা রয়েছে।
কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০