
আন্তর্জাতিক ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবল ক্লাব চেলসির রাশিয়ান মালিক আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যের সরকার। এই নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাজ্যে থাকা আব্রামোভিচের সম্পদ জব্দ করতে পারবে বরিস জনসনের সরকার। এক অনলাইন বিবৃতিতে মার্কিন অর্থ দপ্তর তাকে ক্রেমলিনের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে আখ্যা দিয়েছে। পুতিন ঘনিষ্ঠ আরও ৬ ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার।
যদিও আব্রামোভিচ পুতিনের সাথে ঘনিষ্ঠতা থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন। তিনি সংকট সমাধানে দুই দেশের মধ্যে সমঝোতার চেষ্টা করছেন বলেও জানিয়েছিলেন।
সূত্র:বিবিসি
কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪