
স্পোর্টস ডেস্ক : পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক করে সব আলো নিজের করে নিয়েছেন করিম বেনজিমা। তার ১৭ মিনিটের ঝড়ে স্বপ্নভঙ্গ হয়েছে পিএসজির। রিয়াল মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালে তুলে করিম বেনজিমা ছাড়িয়ে গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক দুই ফুটবলার আল্ফ্রেড ডি স্টেফানো ও রাউল গঞ্জালেসকে। রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩৯৬ ম্যাচে ৩০৮ গোল করা ডি স্টেফানোর থেকে এক গোল বেশি করে টপকে গেছেন বেনজিমা।
লস ব্লাংকোসদের জার্সিতে করিম বেনজিমা ৫৯২ ম্যাচে করেছে ৩০৯ গোল। করিম বেনজিমার সামনে আছেন রাউল গঞ্জালেস (৩২৩) এবং ক্রিস্টিয়ানো রোনালদো (৪৫১)। পিএসজির বিপক্ষে এই হ্যাটট্রিকেই বেনজিমা ছাড়িয়ে গেছেন আরেক ফুটবলার রাউল গঞ্জালেসকে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাউলের করা ৬৬ গোল টপকে বেনজিমার এখন গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬৭টিতে। ম্যাচ খেলেছেন ১১৮টি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩০ গোল করেছেন বেনজিমা। আর মাত্র তিন গোল করলেই নিজের ক্যারিয়ারে এক মৌসুমে সর্বোচ্চ গোলের দেখা পাবেন এই ফরাসি তারকা। ২০১১-১২ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩২ গোল করেছিলেন তিনি।
কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০২