
স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে একের পর এক গোল করেই যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজিমা। যখনই রিয়াল মাদ্রিদের গোল প্রয়োজন তখনই এগিয়ে এসেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। বয়স ৩৪ হলেও থামতে চান না বেনজিমা। আরো গোল করার দিকেই মনোযোগ দিচ্ছেন এই নাম্বার নাইন।
গত রাতে চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন করিম বেনজিমা। ১৭ মিনিটে তিন গোল করে রিয়াল মাদ্রিদকে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তিনি। পিএসজিকে বিদায় করে সংবাদ সম্মেলনে করিম বেনজিমা জানালেন, ‘রিয়াল মাদ্রিদের তৃতীয় সেরা গোলদাতা হতে পেরে গর্ব অনুভব করছি। কিন্তু আমি থামতে চাই না, আমি বারবার গোল করতে চাই। ‘
পিএসজির বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল। পুরো ম্যাচেই লস ব্লাংকোসদের সমর্থন জুগিয়ে যাওয়া এসব সমর্থককে ধন্যবাদ জানিয়েছেন বেনজিমা, ‘রিয়াল মাদ্রিদ এখনো বেঁচে আছে এবং আমরা কখনো হাল ছাড়ি না। ধন্যবাদ দিতে চাই রিয়াল মাদ্রিদের সমর্থকদের, তারা এই রাতে বিশেষ কিছু ছিল। ‘
কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৯