
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। মঙ্গলবার (০৮ মাচ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য রালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহমদ ভুঞা, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাবিনা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ ও সাধারণ সম্পাদক সাবিনা ইসলাম। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৭