আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে চাতাল শ্রমিক সিদ্দিকুর রহমানকে (৫০) মারধর ও ব্রয়লার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন হোসেনকে লাঞ্চিত করায় শেরপুর থানায় একটি অভিযোগ হয়েছে। বৃহস্পতিবার ( ৩ মার্চা) দুপুরে ধর্মকাম গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, সিদ্দুকুর রহমান মোতালেবের চাতালে প্রায় ৬ বছর যাবত শ্রমিকের কাজ করত। সেখান থেকে ২দিন আগে কাজ ছেড়ে দিয়ে পাশের মনিরের চাতালে কাজ শুরু করে। পরে শ্রমিক সিদ্দুকুরের নিকট হতে পুর্বে চাতাল মালিক কিছু টাকা পেতো। সেই টাকা ফেরত দিতে গেলে তাকে আটকে রেখে এবং ধড়মোকাম গ্রামের কাশেম আকন্দের তিন ছেলে মোতালেব আকন্দ, সাইদ হাজি, ও গোলাপ আকন্দ মাধধর করে।
এ বিষয়টি জানতে পেরে ব্রয়লার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন হোসেন সেখানে গেলে তাকে লাঞ্চিত করে তাদের জীবন নাশের হুমকি দেওয়া হয়। পরে তারা শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।এ বিষয়ে বয়লার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা যুবলীগ নেতা শাহিন শেখ বলেন, এ ঘটনায় আমাকে অবগত করেছে। এটা একটি দু:খ জনক ঘটনা। দুই পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা চলছে।এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আমার কাছে এখনো অভিযোগ আসেনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউএনবি/অনিমা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪০