
ডেস্ক নিউজ : ক্রিকেটের ছোট ফরম্যাটেও নিজের ফর্ম ধরে রেখেছেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে আজকের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম ফিফটি। রশিদ খানের করা ১৪তম ওভারে ৩৪ বলে ফিফটি পূরণ করেন লিটন। আফগানদের বিপক্ষে এটা তার ২য় ফিফটি। আজ বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় টাইগারদের শুরুটা ভালো হয়নি।
বাজে ফর্মে থাকা নাঈম যথারীতি ও্পেনিংয়ে নামেন। দলীয় ১০ রানে ৫ বলে ২ রান করে তিনি ফজলহক ফারুকীর শিকার হন। অপর ওপেনার মুনিম শাহরিয়ার যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। তিনটি দারুণ বাউন্ডারি হাঁকান। তবে দ্রুতই ১৮ বলে ১৭ রান করা মুনিমকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রশিদ খান। রিভিউ নিয়েও মুনিম বাঁচতে পারেননি। তিন নম্বরে নামা লিটন দাসের সঙ্গী হন সাকিব। লিটন আজও দুর্ধর্ষ ফর্মে ছিলেন। পাওয়ার প্লেতে আসে ৩৭ রান।
৮ম ওভারে কায়েস আহমেদকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে মুজিব উর রহমানের তালুবন্দি হন ৬ বলে ৫ রান করা সাকিব। দারুণ ব্যাট করতে থাকা লিটনের সঙ্গী হন অধিনায়ক মাহমুদউল্লাহ। নিজের মুখোমুখি চতুর্থ বলে হাঁকান ছক্কা। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ৭ বলে ১০ রান করে আজমতুল্লাহর বলে এলবিডাব্লিউ হয়ে যান। উইকেটে লিটনের সঙ্গী আফিফ হোসেন ধ্রুব। এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৪ ওভারে ১০১ রান।
কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৩