
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম খালিন এ কথা বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। ইব্রাহিম খালিন বলান, তুরস্কের নিজস্ব স্বার্থ বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে। রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য একটি পক্ষ প্রয়োজন। যদি সবাই বিভক্ত হয়ে যায় তাহলে রাশিয়ার সঙ্গে আলোচনা করবে কে? সে লক্ষ্যে আমরা কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না।
কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮