নাটোর,প্রতিনিধি : নাটোর শহরের দক্ষিন বড়গাছা এলাকার মঞ্জুর কাদেরের বাড়ি থেকে ভাড়াটিয়া পলি খাতুনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।স্বজনরা জানায়, গতরাতের কোন এক সময় শয়ন কক্ষের শিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করে পলি। এমন সংবাদে পলির বাবা কাশেম এসে ঘরের দরজা ভেঙ্গে লাশ মাটিতে নামায়।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতেল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে জানাযাবে এটি হত্যা না আত্বহত্যা।পলি খাতুন নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকার কাশেমের মেয়ে।