সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতারের সভাপতিতে এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংঠনিক সম্পাদক ও বলিহার ইউনিয়নের চেয়াম্যান এসএম মাসফিকুর রহমান মাহিম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা, যুগ্ম-সাধারন সম্পাদক মুন্নি সরমা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ালীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বনার্ঢ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৮