খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়েগেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘাটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে পুড়ে প্রায় কোটি টাকা পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা করেছে। প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, ভোর ৫টার দিকে উপজেলার দাশের জঙ্গল বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুন দেখতে পায় নৈশ প্রহরী ও ভ্যান চালকরা। তখন তারা প্রাথমিক ভাবে আগুন নিভাতে শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
গোসাইরহাট ফায়ার সার্ভিস ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে ঘন্টাব্যাপি প্রচেষ্ট চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতোমধ্যে আগুনে তিনটি মুদি দোকান, একটি আলু পিয়াজের আড়ৎ ও একটি ঔষধের ফার্মেসীর পুড়ে যায়।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, আগুনের সংবাদ পেয়ে শরীয়তপুর ও গোসাইরহাট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদে তালিকা করে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯