ডেস্ক নিউজ : নেত্রকোণায় এন্ড্রয়েড টিভি বিক্রির নামে প্রতারণাঃ ভোক্তা অধিকারে অভিযোগ করে গ্রাহক পণ্যের মূল্যসহ ক্ষতিপূরণ পেলেন ৫৪৭১০ টাকা নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় কৌশিক ফারহান নামে এক ভোক্তা সদর উপজেলার বেস্ট ইলেকট্রনিকস এর বিরুদ্ধে প্রমাণসহ একটি অভিযোগ করেন যে, তাঁদের নিকট থেকে নেওয়া Conion Android TV তে এন্ড্রয়েড সাপোর্ট করে না। পরে তা ফেরত নিতে গড়িমসি করলে জনাব কৌশিক ফারহান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন।
পরে শুনানিতে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের দোষ স্বীকার করে অভিযোগকারীর নিকট দুঃখ প্রকাশ করেন এবং অভিযোগকারীর সম্মতিতে অভিযোগকারীকে টিভির সম্পূর্ণ মূল্য ও আনুষঙ্গিক খরচ বাবদ ৫৪৭১০(৫১২১০ টাকা টিভির মূল্য) টাকা ক্ষতিপূরণ প্রদান করেন। ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিষয়গুলো মেনে চলার অঙ্গীকার করেন। রবিবার ( ১৩ ফেব্রুয়ারি) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান অভিযোগকারীর হাতে উক্ত ৫৪৭১০ টাকা তুলে দেন।