সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে পৃথক পৃথক ভাবে বগুড়া-নওগাঁ-মহাদেবপুর,পত্নীতলা-ধামইরহাট-জয়পুরহাট (আর-৫৪৫) মহাদেবপুর বাজার অংশর রিজিড পেভমেন্ট নির্মাণ কাজ ও এনায়েতপুর মহাদেবপুর পাঠাকাঠা মান্দা সড়ক (জেড-৫৪৬৩) শিবগঞ্জহাট মান্দা অংশের পুর্নবাসন ও সংস্কার কাজের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে নওগাঁর মহাদেবপুরে ঘোষপাড়া মোড়ে ও শিবগঞ্জহাটে এ সড়ক সংস্কার কাজের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. আলহাজ ছলিম উদ্দীন তরফদার। পরে নওগাঁ সড়ক ও জনপথ অধিদপ্ত এর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব (ভোদন), মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান শাহিদ হাসান তরফদার শাকিল, উত্তরগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু রনজিৎ কুন্ডু, সাধারণ সম্পাদক জার্জিস আলম প্রমুখ সহ মহাদেবপুর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। নওগাঁ সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে পৃথক পৃথক ভাবে এ সড়ক সংস্কার কাজের নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা।
কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯