মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : এইচএসসি পরীক্ষায় এ বছর পাশর হার জয়পুরহাট গালর্স ক্যাডট কলজ জলার শীর্ষ ¯ান অর্জন করছ। এই কলজ থক ৫৯ পরীক্ষার্থী অংশ নিয় সবাই গাল্ডন জিপিএ-৫ পয়ছ। অন্যদিক, এবার জয়পুরহাট সরকারি কলজর মাট ১১৯৩ জন পরীক্ষার্থীর মধ্য পাশ করছ ১১৮২ জন। জিপিএ ৫ পয়ছ ৬১৮ জন। পাশর হার ৯৯.০৮ শতাংশ। এছাড়া জয়পুরহাট সরকারি মহিলা কলজর মাট ৭১০ জন পরীক্ষার্থীর মধ্য পাশ করছ ৬৭১ জন। জিপিএ ৫ পয়ছ ১৭২ জন পাশর হার ৯৪.৫০ শতাংশ।
জয়পুরহাট গার্লস ক্যাডট কলজ কর্তপক্ষ জানান, এ সাফল্য বিগত কয়ক বছর ধর অর্জিত ধারাবাহিক সাফল্যরই অংশ। ক্যাডট কলজ পরিচালনা পরিষদর সঠিক দিক নির্দশনা এবং কলজর অধ্যক্ষ রফিকুল ইসলামর সুযাগ্য তত্ত্বাবধান জয়পুরহাট গার্লস ক্যাডট কলজ এ ঈর্ষণীয় সাফল্য অর্জন সক্ষম হয়ছ।
পরীক্ষার্থীরা তাদর এ সাফল্যর পছন কলজ কর্তপক্ষ শিক্ষকবদ এবং বিশষভাব তাদর অভিভাবকবদর সহযাগিতার কথা উল্লখ করন। কলজর অধ্যক্ষ রফিকুল ইসলাম আশা প্রকাশ করন জয়পুরহাট গার্লস ক্যাডট কলজর এ সাফল্যর ধারা ভবিষ্যতও অক্ষুন থাকব।
কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮