
ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তন করা সময়ের দাবি। মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপে রেখে রোহিঙ্গাদের তাদের জন্মস্হানে স্হানান্তর করতে হবে। তিনি শুক্রবার (১১ নভেম্বর) স্হানীয় সময় সকালে আবুধাবির ‘আমিরাত সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডি অ্যান্ড রিসার্চ’ এ ‘বঙ্গবন্ধুর বিশ্ব শান্তি এবং নিরাপত্তা দর্শন বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা’ শীর্ষক একটি সেমিনারের বক্তব্য রাখেন। আমিরাত সরকার আয়োজিত আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দূতাবাস কর্মকর্তা ও প্রবাসী কমিউনিটি নেতারা ছাড়াও আমিরাতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারে আমিরাতের উর্ধবত্বন কর্মকর্তাগণসহ বিশিস্ট ব্যক্তিবর্গ ও কলেজ ভার্সিটিতে পড়ুয়া আমিরাতের ছাত্রছাত্রীরাও উপস্হিত ছিলেন। এসময় মন্ত্রী দেশের রোহিঙ্গা ইস্যুতে বলেন, দীর্ঘদিন ধরে দুইদেশের কূটনৈতিক আলোচনার পরও বিষয়টি সুরাহা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক বিরাজমান দাবি করে তিনি আরো বলেন, দুদেশের সাথে সম্পর্ক ঠিক রেখে দেশের উন্নয়নের চাকাকে আরো গতিশীল করা হচ্ছে বলে জানান। তিনি দেশের পররাস্ট্রনীতির কথা উল্লেখ করে বলেন, বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে ইউএইর মত বন্ধু প্রতীম দেশগুলোর সাহায্য সহযোগিতা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। তিনি বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে বলেন, আমাদের দেশের কিছু শ্রমিক কম শিক্ষিত হলেও যেকোনো কাজ দ্রুত রপ্ত করার দক্ষতা আছে।
কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৭