মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসর শরীফুল ইসলাম।
শপথ গ্রহন অনুষ্ঠানে জয়পুরহাট সদর উপজেলার ৯ জন চেয়ারম্যান, সংরক্ষিত আসনে ২৭ জন ও সাধারণ আসনে ৮১ জন সদস্য এবং পাঁচবিবি উপজেলার ৫ জন চেয়ারম্যান, সংরক্ষিত আসনে ১৫ জন ও সাধারণ আসনে ৪৫ জন সদস্য শপথ বাক্য পাঠ করেন।
কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৭