নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বাসের চাপায় মোটরসাইকেল চালক রাসেল আহমেদ নিহত হয়েছে। নিহত রাসেল আহমেদ বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকার মোহাম্মদ আনোয়ার আলীর ছেলে।
পুলিশ জানায়,রাসেল সকালে সিংড়া থেকে নন্দীগ্রাম যাওয়া সময় উপজেলার বাশে ব্রিজ এলাকায় পৌছালে বগুড়া থেকে নাটোর গামী একটি যাত্রীবাহি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। পরে বাসটি আটক করে।
কিউএনবি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৬