নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় জোড়া খুনের মামলায় সাত জনের প্রত্যেককে ৭বছর করে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে খালাসের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক
শরীফ উদ্দিন। আদালত সুত্রে জানাযায়, ১৯৯৪ সালের ২৭ জানুয়ারী উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে শবে -বরাতের রাতে মিলাদের সিরনী নিয়ে স্থানীয় আক্কাস ও সিকিম উদ্দিনের সাথে কুদ্দুস আলী ও তার সমর্থকদের সংঘর্ষ বাধে। এসময় কুদ্দুসের সমর্থকেরা লাঠি দিয়ে পিটিয়ে আক্কাস ও সিকিমকে রক্তাত্ব জখম করে ফেলে রেখে যায়।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে স্থানিয় হাসপাতালে ভর্তি করলে চিকিৱসক তাদের মৃত ঘোষনা করে। এঘটনায় আক্কাসের চাচাতো ভাই ও সিকিমের ছেলে আমির হামজা বাদি হয়ে সিংড়া থানায় কু্দ্দুসসহ
১০জনকে আসামি করে মামলা দায়ের করে। এ মামলা চলা কালীন সময়ে দুই আসামীর মৃত্যু হয়।বাকী আটজনের উপস্থিতিতে আজ দুপুরে বিচারক রায়ে ৭জনকে সাত বছর করে কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন।আর একজনকে খালাস দেন আদালত।
কিউএনবি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৬