নাটোর প্রতিনিধি : টানা শৈতপ্রবাহে ঘন কুয়াসা সাথে হিম শীতল বাতাসে কাহিল হয়ে পড়েছে উত্তরের জেলা নাটোর। কনকনে ঠান্ডায় জুঁবুথুঁবু হয়ে পড়েছে বয়োবৃদ্ধরা। সন্ধ্যা থেকেই কুয়াসা পড়া শুরু হলেও মধ্যে রাতে নামতে থাকে তাপমাত্রা। সেসাথে বাড়তে থাকে শীতের তীব্রতা। গরম কাপড়েও নিবারন হচ্ছেনা শীত।
সকাল থেকে সূর্যের দেখা মিললেও রোদে নেই তাপ । কনকনে এ শীতে ব্যহত হচ্ছে দৈনন্দিন কাজ। দিনের বেলায় সড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এভাবে কুয়াসা পড়তে থাকলে মুকুল জাতিয় ফলের ক্ষতির আশংকা করছেন কৃষি বিভাগ।
কিউএনবি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০০