মোঃ আব্দুল আজিজ,হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি মাসের ২৩ জানুয়ারী দুপুর পর্যন্ত ভারত থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে ১২৯ জন পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। এদের মধ্যে ২ জন করোনা পজিটিভ হয়েছেন। ভারত থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে আসলেও বাংলাদেশে এসে করোনা পজিটিভ হওয়ার খবরে আতঙ্কে রয়েছে স্থানীয়রা। রোববার (২৩ জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী।
তিনি জানান, চলতি মাসে ১২৯ জন পাসপোর্ট যাত্রী হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এরা মেডিকেল ভিসায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। সেখান থেকে চিকিৎসা শেষে করোনার নেগেটিভ সনদ নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে দেশে আসেন। এসময় স্থলবন্দরের ইমিগ্রেশনের চেকপোস্টে দায়িত্বরত মেডিকেল টিম তাদের করোনা পরীক্ষা করান। দুই জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৩